প্রতি ক্ষনে তোমায় মন খুজে বেরায় তুমি আছো কোথায়
প্রতি রাতে তোমার স্মৃতি কাঁদায় কি যে করি উপায়
কি ব্যথা বয়ে যায় হৃদয়ের যমুনায়
দেখে গেলে না আমায়


কাঁদে মন শুধুই কাঁদে হারানোর প্রতিঘাতে
কোন ভুল পাইনা খুজে চলে গেলে কোন অপরাধে
তোমার ভালবাসা নিশিতে কাছে আশা
তোমার সবি কি ছিলো অভিনয়


আজ তুমি কতো সুখে কি ব্যথা আমার বুকে
তবু যাই তোমায় ডেকে আল্পনায় ছবি এঁকে
দিয়ে যাও যতো খুশি বুকে ব্যথা রাশি রাশি
তবু তোমায় ভোলা দায়