তুই কি আমার হবিরে বন্ধু তুই কি আমার হবি,
আমার ছোট্র গ্রাম যেখানে সেখানে কি তুই যাবি,
তুই যে আমার আশার আলো তুই যে ভোরের রবি,
নিত্য নিশি চোঁখের সামনে ভাসে যে তোর ছবি,
আওলা কেশে বাউল বেসে ঘুরি দেশে দেশে,
ভালোবেসে দুঃখই দিলি আমায় অবশেষে,
তোর কারনে হইলো নিলাম আমার
সুখের পৃথিবী,
ভুল বুঝিয়া জাসনা চলে আমি পাষাণ বলে,
এমন করে পোরাস না মন বিচ্ছেদের অণলে,
তোর মনের ফ্রেমে জতন কইরা বেধে রাখিস আমার ছবি,