তুই কাছে আইসা ভালো বাইসা
অন্তর ভেঙ্গে করলি নদী,
তুই বড় অপরাধী রে বন্ধু...... তুই বড় অপরাধী,
তোর সাজা হইতো আদালতে বিচার হইতো যদি,
তুই বড় অপরাধী রে বন্ধু.......তুই বড় অপরাধী,
যার কাছে যাই তারাই দেখি অপরাধীর দলে,
তোরে ভালোবাইসা জীবন আমার গেলো যে বিফলে,
এখন কার কাছে যাই দুঃখ জানাই আছে কে এমন দরদী,
তোর একশো ধারায় বিচার হইতো ফিফটি ফোরে চালান,
একবার হলে ও দেখতিরে তুই চৌদ্দ শিকের দালান,
আমি মামলার হইতাম বাদী পাইলে ওকিল মুক্তার রাজ সাক্ষী
হলে সত্য বিচার যদি,