তোর পিরিতের এমন জ্বালা
জ্বানলে পিরিত করতাম না,
কাঁচা বয়সে এতো জ্বালা বন্ধু
প্রাণে সহে না,
প্রাণ বন্ধুরে......
তোর পিরিতের এতো
জ্বালা বন্ধু আগে জানতাম না,
কাঠ পুরিলে হয়রে কয়লা কয়লা পুইরা ছাই,
এমন পোরা পুরলি অন্তর কোন চিহ্ন নাই,
ও তুই অকুলেতে ভাইসা দিবি আমায়
জানলে প্রেমের তরী ছাড়তাম না,
ধীরে ধীরে সবি দিলাম দিলাম দেহ মন,
আজ তুই বিহনে দিবশ কাটে পাগলের মতন,
আমি মান কুল ও মান সব হারালাম
জানলে তোর প্রেম সা গড়ে ঝাপ
মারতাম না
অনেক সাধের ময়না আমার পোষ মানলো না,
খাঁচা ভেঙ্গে উইড়া গেলো সে ফিরে আই লো না,
তুই যে এমন বেইমান পাখি
জানলে তোরে মনের খাঁচায় ধরে
রাখতাম না