তোর কবরের বাঁশ পচার আগেই লাঁশ
গলে পচে  হবে একাকার
তোর কবরের পাশ হবে শিয়াল কুকুরের বাস
সাপ বিচ্ছু করবে ব্যবহার
তোর বানানো খাঁট ফশলে ভরা মাঠ
রইবে না তো কোনটাই আর
কিসের তুমি কর বড়াই,,, ও,,,,,,,ও,,,
কিসের অহংকার তোমার কিসের অহংকার


তোমার যতোই থাকুক দামি গাড়ি ইয়ার
কন্ডিশন বাড়ী
এসব রাইখা শুন্য হাতে যাইতে হবে ছাড়ি রে মন
যাইতে হবে ছাড়ি
শুধু এক টুকরো সাদা কাপড় হবে সঙ্গী তোমার
কিসের তুমি কর বড়াই,,,ও,,,,,ও
কিসের অহংকার তোমার কিসের অহংকার


যাদের জন্য হালাল হারাম অন্যায়কে করেছো ন্যায়
যাদের জন্য আপন জনা তোমার পাশে নাহি মানায়
তারাই একদিন টেনে টেনে করবে ঘরের বার
কিসের তুমি কর বড়াই,,, ও,,,ও
কিসের অহংকার তোমার কিসের অহংকার