তোর  অন্তরেতে বিষ রে বন্ধু
মুখে শুধু মধু
তোর মুখের কথায় বিশ্বাস করে
চক্ষু ভাসে শুধু রে বন্ধু.......
........চক্ষু ভাসে শুধু,


কেটে গেলো কত দিন কতোটা বছর
নিলিনা রে পাষাণ বন্ধু নিলিনা খবর
তুই কোন সু'দুরে হারালিরে
হইলিরে কার বধু,


বুঝলাম না তোর ভালোবাসা  
চিনলাম না তোর মন,
কোন পরাণে ভাঙ্গলি রে মন কাঁচের মতন,
এখন তোর কারনে দিবা নিশি
বুক ভেসে যায় শুধু,