এই বুকে প্রেম ছিলো তুমি ছিলে না
তোমার স্মৃতি ছিলো ছিলো বেদনা
কেন তুমি চলে গেলে ফিরে এলেনা
তেমার বিরহ আর প্রাণে সহে না


কত যে ব্যথার আগুনে পুরেছি নিরবে
ভেসেছি চোঁখের জ্বলে,
কত যে সুখের ফাগুন ফিরিয়ে দিয়েছি
তুমি আসবে বলে,
তুমি তো এলেনা আমায় খুঁজলেনা
কেন এমন হলো বলোনা,


কত যে স্বপ্ন দু'চোঁখে বুনেছি নির্ঘুম রাত জেগে,
কত যে আশায় বেধেছি বুক কত যে বছর ধরে,
তুমি তো এলেনা আমায় বুঝলে না কি
অপরাধ ছিলো বলোনা,