তুমি করেছো যে বাধন ছিন্ন
সে ব্যথায় বুকের অরণ্য
জ্লছে হুহু করে নিভেনা জ্বল দিলে
শুধুই তোমারি জন্য,
আমি নিরাশার মাঝে ও চেয়ে থাকি,
ভুল করে ফিরে আসো যদি,
আমার উঠোন জুরে স্মৃতিরা মিছিল করে বারবার করে এই প্রশ্ন
তোমার ভালোবাসা ছিলো কি তার কাছে এতোটাই নগন্ন,
....শুধুই তোমারি জন্য,
আগে ভাবিনি তোমার এই ব্যবহার
ভেঙ্গে দেবে মন বারে বার
তোমার ওই দাবানলে অঙ্গার হলো জ্বলে
আমার সুখের অরণ্য,
আমি তবু আজ ও বেচে আছি
......শুধুই তোমারি জন্য,