ওই সাত সাগড়ের জ্বল
চোখে করছে টলমল
তোমাকে হারানোর শোকে
কত যে বছর গেলো কেটে
পুছলে না তো এসে
কি যে ব্যথা আমার বুকে,
আছি আমি কত সুখে,


তোমার নিঃশ্বাস বিশ্বাস জুরে ছিলাম শুধুই আমি
আমি ছাড়া তোমার জীবন নাকি সাহারা মরুভূমি,
সেই তুমি আজ পর করেছো আপন করেছো পরকে,


থাকবে তুমি আমার পাশে হাজার বছর ধরে
মরন এলে ও দেবে না তো আমার হাতটি ছেড়ে,
তুমি এতো স্বপ্ন দিয়ে চোখে হারালে কোন সুখে,