স্বার্থ ছাড়া কেউ চেনেনা কেউ রাখে না খোঁজ
এই শহরে আপন মানুষ পর হয়ে যায় রোজ
স্বার্থের লাগি নিত্য বাগি করত যোগাযোগ
মিষ্টি মধুর কথার মালা মোন ভোলা নো শোক
সার্থ না পেলে হায় কেউ চেনে না, স্বার্থ পেলে খোজ রাখে না বন্ধ হয় সংযোগ
ভাঙ্গিলে মন লয় না জোড়া দু চোখে শ্রাবণ
আপন মানুষ হয় না আপন স্বার্থেরই কারণ
স্বার্থ হলো সোনার পাখি, সুখ বসন্তে মাখামাখি
অসময়ে শুধুই ফাঁকি রাখে না তো খোঁজ
তারিখ-০২/০৯/২০২২
মোহাম্মদ তবিবুর রহমান হৃদয়