রঙ্গিন পোশাক নাও খুলে নাও পরাও সাদা কাফন,
আতর গোলাপ দাও ছিটে দাও সাজাও মনের মতন,
আমার বিদায়ের লগন, হবে কত আয়োজন
শেষ দেখা দেখতে আসবে আত্মীয় স্বজন
আমি  নিরব চোখে থাকব চেয়ে চাতকের মতন,


দালান কোটা অট্টালিকা সাধের জমিদারি,
ব্যাংকে জমা কোটি টাকা ইয়ার কন্ডিশন গাড়ি,
হবে তখন ভাগা ভাগি না করতেই দাফন


দালান কোটা জমিদারি সবি থাকবে পরে,
দেহো থেকে প্রাণ পাখি যাবে যখন উড়ে,
সেদিন রাসুল বিনা কেউ হবে না তোমার আপন জন,