পিরিতের ফেরারি  
মোঃ তবিবুর রহমান হৃদয়
Date :28/01/2023


আমি কারে বলিব পিরিতি করে
ঘর ছাড়িলাম তোর লাইগারে !
আমার জীবন যৌবন সব হারালাম !!
তবুও তোরে পাইলাম নারে!
আমি তবুও তোর মন পাইলাম নারে !


ঘুরি আমি দেশে বিদেশে
তোর স্মৃতি লইয়া বুকেরে !
কাঁদে আকাশ কাঁদে পাথর !!
কাঁদে আমার দুঃখ দেইখারে !
আমি তবুও তোর মন পাইলাম নারে !


কত বছর কেটে গেলো
একটি বার খোঁজ নিলিনারে !
পারার লোকে দেখে বলে !!
কার পিরিতে ফেরারি পাখিরে
আমি তবুও তোর মন পাইলাম নারে !


আমায় কত লোকে বলে ছিলো
পিরিতের নাই রীতি নিতিরে !
আমি প্রেম কলংকে কুল হারালাম !!
এই মনের দুঃখ কারে বলিরে !
আমি তবুও তোর মন পাইলাম নারে !


আছিস রে তুই কত সুখে
দুঃখ দিয়ে আমার বুকেরে !
তুই কোন পরাণে গেলি চলে !!
ভাইসা মোরে নয়ন জ্বলেরে!
আমি তবুও তোর মন পাইলাম নারে !