প্রেম পিরিতি ভালো না'রে
প্রেমে শুধু জ্বালা
            ছলচাতুরী প্রতারনায় 
             তোর ডুবে যাবে বেলা
কাঁদবি'রে তুই নির'জনে,
পুরবি নিত্য প্রেম দহনে
            অ'কুলে তোর ভাইসা যাবে
            সুখ নামের ভেলা,


  কোথায় পাবি রজকিনীর
  মত একটা মন
           ক'জন বানায় তাজমহল
           সাজাহানের মতন
নাইতো আগের লাইলি মজনু
গড়বে প্রেমের বিষাধ সিন্ধু
       চলছে এখন জগত জুরে
        মিথ্যে প্রেমে খেলা,,


বিচ্ছেদের যে কত জ্বালা আমি
শুধু জানি,
নিরব রাতে ঝরে চোখে
শ্রাবণ মেঘের পানি,
        ঘুরবি'রে তুই দেশ বিদেশে
        পাগল হয়ে পথে ঘাটে
শুন্য গলায় পরতে হবে
কলংকেরি মালা,,