আলো হীন এ ভুবন অন্ধকার
প্রেম হীন এ জীবন মরুময়,
পেয়ে ও হারানোর বেদনা
কখনো কি মেনে নেয়া যায়,
.....আলো হীন এ ভুবন অন্ধকার
প্রেম হীন এ জীবন মরুময়,


তোমাকে আমি ভালোবেসে আজ শুধু নিঃস্ব হলাম
ভালোবাসার প্রতিদানে কষ্টকে শুধুই পেলাম,
শূন্যতা আজ প্রতি রাতে
এ বুকে বাসর সাজায়,
......আলো হীন এ ভুবন অন্ধকার
প্রেম হীন এ জীবন মরুময়,


শুন্য যখন ছিলো আমার মনের বাগান সে দিন তো সবি ছিলো,
আজ তোমাকে ভালোবেসে সব কিছু হারিয়ে গেলো
পাতার মতো ঝরে গেলো সুখ  তোমার
প্রবঙ্চনা,
.....আলো হীন এ ভুবন অন্ধকার
প্রেম হীন এ জীবন মরুময়,