ও পাষাণী প্রিয়ারে ও পাষাণী প্রিয়া
এ কোন খেলা খেলছো আমার মন প্রাণ নিয়া,
আমার পোরা অন্তর টাযে
খুঁজে বেরায় সকাল সাঁজে
তুমি ছাড়া দু চোঁখ আমার যায়রে কান্দিয়া,
যখন তখন বলো তুমি আমায় ভালোবাসো,
এখন দেখি অনুভবে অন্য কাউকে খোজো,
আমার সোনার জীবন সংসার
ভেঙ্গে তুমি করলে চুরমার
কোন বা সুখে অথৈই নদী গেলে পারি দিয়া
যার লাগিয়া ঘর বানাইলাম সেই তো ভাঙ্গলো ঘর,
আমার জীবন নদীর চারি ধারে ধুধু বালুচর,
আমার দুই চোখেঁতে নাইরে পানি
বুক ভেসে যায় রক্তে জানি
চিনলোনা কেউ আপন হইয়া
মুখ দেখিয়া,