পারি না ভুলতে স্মৃতি মুছে ফেলতে
আমার এই হৃদয় থেকে,
যে দিকে তাকাই শুধু তোমার স্মৃতি
হাত ছানি দিয়ে ডাকে আমাকে,
এই তন্দ্রার মাঝে, এই নিদ্রার মাঝে,
অনুভূতি রাগ অনুরাগে,
....পারি না ভুলতে স্মৃতি মুছে ফেলতে,


পাথর ভাঙ্গার মত তুমি ভেঙ্গে আমার এই মন,
কোন বা সুখে কোন সু'দুরে হলে কার প্রিয় জন,
কি করে ভুলেছ, কেন ছুরে ফেলছো
এই প্রশ্ন  শুধুই জাগে,
..........অনুভূতি রাগ অনুরাগে,
পারি না ভুলতে স্মৃতি মুছে ফেলতে,


স্বপ্নে এসে ভালবেসে স্বপ্নে রয়েই গেলে,
বাস্তবে তা অপূর্ণতা তোমাকে না পেলে,
যদি ভালবাসিতে, কিছু হারাতে,
বুঝতে কেমন লাগে,
.......অনুভূতি রাগ অনুরাগে,
পারি না ভুলতে স্মৃতি মুছে ফেলতে,