পাখি রে ও পাখি রে মাটির খাচাঁয় আয়রে ফিরে আয়
খাচাঁ আমার আছে পরে আমার বাড়ির উঠান জুরে তুই ছাড়া সেথায় রাখা বড় দায়
মান ভুলে তুই খাচাঁয় ফিরে আয়
সাড়ে তিন হাত খাঁচার মাঝে, করতিরে বাস
দিনে রাতে
কত রসের করতি আলাপন-দু'বার
খাচাঁ আমার কাঁচা বাঁশের ঘনঘন জোঁড়া তাতে
দিনে দিনে খসে পরে যায়
কত আদরে পুষলাম তোরে কেমনে ভুলে গেলি মোরে
তোর মনে কি দয়া মায়া নাই-দু'বার
নিঃস্ব করে যাবি যদি সেখাইলি কেন প্রেম পিরিতি
দুঃখ সা গড়ে ভাসাইয়া আমায়