নিঃস্ব জীবন আমার তো মারি কারনে,
অশ্রু ভেজা নয়ন তো মারি কারনে,
শুধু তো মারি কারনে,
দিন রজনী জ্বলছি
আমি বিরহ আগুনে,,
........... শুধু তো মারি কারনে,
সবাই আমায় দুঃখ দিয়ে ভাঙ্গলো এই অন্তর,
জীবন চিত্তে এই কি আমার চির উপহার,
আমার সব স্বপ্ন ভেঙ্গে হলো ছিন্নভিন্ন
সাগরের ঢেউ বইছে চোখের কোঁণে,
......শুধু তো মারি কারনে,
ভালবাসলে আঘাত করে যেমন কথা মিথ্যে নয়,
এখন আসল প্রেমের হয় যে মরন এই না দুনিয়ায়,
আমার সুখের পাখি গিয়াছে উড়ে
চিতার অণলে হৃদয় গিয়াছে পুরে
এই ছোট্ট জীবনে,
........শুধু তো মারি কারনে,