ও ললোনা নন্দিনী
রুপে তোমার রঙ্গিনী
চুপি চুপি কাছে আই সা করলে
তোমার সঙ্গিনী,


হাসলে যেন জোছনা ঝরে
কাঁদলে ফোটে ফুল
লাজুক লাজুক মুখ খানি তার
রেশমি কালো চুল
তারে প্রথম দেখায় মন হারাইয়া
হইলাম প্রেমে বন্দিনী


হরিণ হরিণ মুখ খানি তার পাগল করা হাসি,
তারে যতই দেখি ইচ্ছে করে আরো ভালবাসি,
তারে প্রথম দেখায় মন হারাইয়া হইলাম
যে তার সঙ্গিনী,