আমার মনের দুঃখ মনে লইয়া রে বন্ধু কেঁন্দে কেঁন্দে বুক ভাসাই,
আমার মনের কথা শোনার মত মানুষ একটাও নাই,
আমি বন্ধুর প্রেমে পুইরা ছাই,
আমার দুঃখের কথা শোনার মত মানুষ কোথায় পাই,


সবাই শুধু সবার জন্য ব্যাস্ত সারাক্ষন,
আমার দুঃখের কথা শোনার মত সময় কার কখন,
আমি যার দ্বারে যাই, সেই ফিরে দেয়,
করি আমি কি উপাই
আমার দুঃখের কথা শোনার মত মানুষ কোথায় পাই,


না পারি আজ হাসতে আমি না পারি যে কাঁদতে,
সারা জীবন গেলো আমার অন্তর জ্বালায় জ্বলতে,
আমি কোন কুলে যাই, নৌকা ভিড়াই,
কোন কুলেতে মিলে ঠাই,
আমার দুঃখের কথা শোনার মত মানুষ কোথায় পাই,