মন আমার উদাসী করিয়া পিরিতি,
দিবা নিশি মনে প্রাণে তোরি ভাবনা
ভুলতে পারি না তোরে ভুলতে পারি না
তোর পিরিতে বন্ধু হইলাম দেওয়ানা,
......মন আমার উদাসী,
তোর পিরিতে বন্ধু হইলাম দেওয়ানা,
ও রে যদি করে এ টাক পিরিতির ভাইরাস
সোনার অঙ্গ জ্বইলা পুইরা করে সর্বনাশ,
তোমার থাকিতে প্রাণে হুশ......দুইবার
হইওনা কেউ বেহুশ
প্রেম বাজারে এখন চলছে ছলনা,
.....তোর পিরিতে বন্ধু হইলাম দেওয়ানা,
ও রে পিরিতির আগুন পোরে সুখের ফাগুন
যতই চাই নিভাইতে সে আরো জ্বলে দ্বিগুণ,
আমি কারে দেখাই এখন.... দুবার
এই বুকের দহন,
এতো বিরহ যে আর প্রাণে সহে না,
....তোর পিরিতে বন্ধু হইলাম দেওয়ানা,