মজলুম অসহায়
মোঃ তবিবুর রহমান হৃদয়


জীবনে যতো কষ্ট আসুক দুঃখ বেদনার ঝড়
সবকিছুতেই ধৈর্য ধরো আল্লাহরে ডাকো বারেবার !
খোদার তরে বলো বারে বারে তুমি ছাড়া কে আছে আমার !
তুমি দয়া করুনার আঁধার, তুমি ছাড়া কে
আছে আমার !


আমি মজলুম অসহায় ব্যাথা ভরা এ হৃদয়
জুলুমের কারাগারে !
আমি এক বন্দি পাখি আখিঁজলে মাখামাখি
জুলুমের অত্যাচারে!
তুমি শোনো এই ফরিয়াদ আমার, জুলুমের
করো গো বিচার !!


আমি চাতকের মতো চেয়ে থাকি অবিরত চাই
যে তোমার দয়া!
তুমি রহমান সবিই তোমার দান সিমাহীন
তোমার মায়া !
তুমি শোনো এই ফরিয়াদ আমার, জুলুমের
করো গো বিচার !!


তারিখ-২৪/০৬/২০২৩
গাজীপুর, ঢাকা