মরণ চিঠি
মোঃ তবিবুর রহমার হৃদয়


আমরা পৃথিবীর যেখানেই থাকি
অতল গভীরে যত লুকিয়ে রাখি !
সেখানেই আসবে মরণ চিঠি
ছিনিয়ে নিয়ে যাবে পরাণ পাখি !
আমরা পৃথিবীর যেখানেই থাকি !


তোমার জীবন গাছের পাতা পড়লে ঝরে
মরণ হাজির হবে তোমার নীড়ে !
শুনবেনা কোন কথা বলানা বলা কথা
অঝরে ঝরবে তার দুই'টি আঁখি !
আমরা পৃথিবীর যেখানেই থাকি !


জানি মরণ ঘুরছে তোমার পিছে পিছে
ভাবোনি এই দুনিয়া শুধুই মিছে !
রঙের এই বালা খানা একদিন হবে ফানা
সেদিন বেশি আর নেই তো বাকি !
আমরা পৃথিবীর যেখানেই থাকি !


তুমি যেখানেই থাক যত দুর অজানা
সেখানেই উঠবে বেজে মরণ বীণা
সকল বাধন ছিরে পাখিটা যাবে উড়ে
আসবেনা ফিরে তারে যতই ডাকি !
আমরা পৃথিবীর যেখানেই থাকি!


তারিখ-২৬/০১/২০২৩