মা আমার মা-
মোঃ তবিবুর রহমান হৃদয়
মা আমার মা, তুমি আমার মা,।।
তোমার মতো হয়না আপন হয়না তুলোনা।
তোমার আঁচল খানি মিষ্টি মুখের বাণী
এই পৃথিবীর শ্রেষ্ঠ উপমা।
তোমার সাথে হয়না তুলোনা।
হাজার দুঃখ যাই ভুলে যাই তোমার কাছে এলে।
কি যে জাদু আছে মাগো তোমার আঁচল তলে।
দেখলে তোমার মুখ সুখে ভরে বুক
সেই না সুখের নেই যে সীমানা।
তোমার সাথে হয়না তুলোনা।
তোমায় দেখে জ্যোৎস্না হারায় দূর নীলিমায়।
মিষ্টি গোলাপ যায় ঝড়ে যায় নীরবে লজ্জায়।
তুমি স্বর্গ নরক মিষ্টি প্রেমের ফলক
তুমি আমার মক্কা মদিনা।
তোমার সাথে হয়না তুলোনা।
তুমি আমার শিক্ষিকা মা মিষ্টি শাসন বারণ।
তাইতো খোদা নিজের পরে দিছেন তোমার আসন।
তোমার পদতলে জান্নাত রাসুল বলে
আমার নেই পরিচয় তোমাকে হীনা।
তোমার সাথে হয়না তুলোনা।
পৃথিবী যখন ঘুমে বিভোর রাত্রী নিশি কালে।
আমার জন্য জাগতে নিশি ভাসতে নয়ন জলে।
আমার কিছু হলো চাইতে দু'হাত তুলে
ওগো প্রভূ করো করুনা।
সেই তোমাকে আর দেখিনা কত বছর হলো।
ওই কবরে কেমন আছো কষ্টে নাকি ভালো।
খোদার তরে বলি নিত্য দু'হাত তুলি
আমার মাকে করিও ক্ষমা।
তোমার সাথে হয়না তুলোনা।
তারিখ-২১/০৫/২০২৪
গাজীপুর,ঢাকা