কথা হলো মোবাইল ফোনে আসবে তুমি আমার সনে
সেই আশাতেই ঢাকা থেকে বাড়ি ফিরে যাই,
বাড়ি গিয়ে নিঠুর বন্ধু তোমার দেখা নাহি পাই,
নিঠুর বন্ধুরে.........


কোন যে সুত্রে গে থে ছিলো বি ধী তেমার আমার জুটি,
কোন বা দোষে ভাঙ্গলে বুকের কাটি
তিনটি কথার মুল্য কি তবে তোমার কাছে নাই,
নিঠুর বন্ধুরে........


যতবার গিয়েছি তোমার দ্বাড়ে ততবার দিলে ফিরে,
পর হলেই কি এমন করে কেউ দুঃখ দিতে পারে,
তবু বারে বার তোমার পানে চাই,
নিঠুর বন্ধুরে.......