কষ্টের বালুচরে আমাকে একা ফেলে করেছো নতুন সুখের সন্ধান,
বারবার ভাবি আমি কি ছিলে আমার তুমি
পেয়েছি আজ তার প্রমাণ ,
তুমি কখনো তো আমার ছিলে না
করেছো শুধুই ছলোনা,
আজ কার তুমি বলোনা, বলোনা বলোনা বলোনা,
স্বপ্নে এসেছিলে স্বপ্নেই রয়ে গেলে বাস্তবে
ছিলে মরিচিকা
আমার পাজর ভেঙ্গে চলছো সুখের খোজে
নামি দামি যার অনেক টাকা
তুমি কখনো তো আমার ছিলেনা
করেছো শুধুই ছলোনা,
আজ কার তুমি বলোনা,বলোনা বলোনা বলোনা,
যতো বার গিয়েছি তোমার দুয়ারে ততো বার দিয়েছো ফিরে,
এখন তোমার থেকে অনেক দুরে বলে
নিষ্ঠুর বলেছো মোরে
তুমি কখনো তো আমার ছিলেনা
করেছো শুধুই ছলোনা,
আজ কার তুমি বলোনা,বলোনা বলোনা বলোনা,