সাথী রে এতোটা পাষাণ তুমি
কোন ভুলে চলে গেলে
কখনো ভেবেছো কি, কি সুখে বেচে থাকি
তোমার বিরহ বুকে জ্বেলে,


নিঃস্বই করে গেলে দিয়ে ছলোনা
কি দোষ ছিলো আমার জানা হলোনা
আমার ছিলো যতো স্বপ্ন করলে চুর্ন বিচুর্ন
নিজের হাতে দিয়ে ফেলে,


তোমার বুকে সুখের নদী আমার বুকে চর
কোন পাপেতে হলো এমন জীবন খেলা ঘর
কেন তুমি বারবার ডেকেছো দরবার
কি এমন দোষ তুমি পেলে