ঘুড়ি তুমি যতই হারাও সাদা মেঘের দেশে
তোমার মালিক নাটাই হাতে সদাই আছে বসে
যখন সূতা টান মারিবে
তখন নিচে নামতে হবে
নতুন সাজে সাজতে হবে,
যেতে আপন দেশে
ঘুড়ি.........
সাজতে হবে নতুন সাজে
যেতে আপন দেশে
দেখতে...মনে হয় বিয়ের বাড়ী
কত আয়োজন
মা বাপ কান্দে প্রতিবেশী আত্মীয় স্বজন
( কান্দে আত্মীয় সজন)
সোনা দানা টাকা পয়সা
একদিন সব হবে বৃথা
যেতে হবে খালি হাতে
নতুন বরের বেসে
হক না কোন রাজা বাদশাহ উকিল ব্যারিস্টার
এক পলকে সাংগো হবে ভবের খেলা ঘর
আসিবে চার চাক্কার গাড়ী
নিয়ে যাবে আপন বাড়ি
হবে বাধন ছাড়াছাড়ি
নিরব পরিবেশে