কিছুই নেই তোমার-
মোঃ তবিবুর রহমান হৃদয়


আমার আমার করো মানুষ।। আমার বলতে কিছুই নেই তোমার।
মইরা দেখো শুধুই ধাঁ ধাঁ শুন্য বালুচর।।
হায়রে/রে মন-
মইরা দেখো শুধুই ধাঁ ধাঁ শুন্য বালুচর।


দেহো মাঝে পরাণ পাখি
সেও তো তোমায় দেবে ফাকি।
আপন স্বজন প্রতিবেশী
কেউ হবেনা সঙের সাথী।
তোমার বলতে তুমিই শুধু চারি পাশে অন্ধকার।
মইরা দেখো শুধুই ধাঁ ধাঁ শুন্য বালুচর।।
হায়রে/রে মন-
মইরা দেখো শুধুই ধাঁ ধাঁ শুন্য বালুচর।


যাদের লাইগা গড়লা তুমি অট্টালিকা ঘর।
দেখবে সেদিন তারাও তোমায় করে দেবে পর।
হায়রে -করে দেবে পর।
নিয়ে যাবে তেপান্তরে রাখবে না কোন খবর।
মইরা দেখো শুধুই ধাঁ ধাঁ শুন্য বালুচর।।
হায়রে/রে মন-
মইরা দেখো শুধুই ধাঁ ধাঁ শুন্য বালুচর।


তুমি করলে সঠিক জীবন গঠন
এই পৃথিবী তোমার আপন।
মরিলে হাসিবে তুমি
কাদিবে এই ত্রিভুবন।
তোমার বলতে তোমার কর্ম
নয় তো তোমার সবি পর।
মইরা দেখো শুধুই ধাঁ ধাঁ শুন্য বালুচর।।
হায়রে/রে মন-
মইরা দেখো শুধুই ধাঁ ধাঁ শুন্য বালুচর।


তারিখ-২৩/০৫/২০২৩
গাজীপুর,ঢাকা