আমার পৃথিবী আজ অন্ধকার
দু'চোখে অশ্রু সেই তো আমার
জীবনে চির উপহার কষ্ট আমার
দুই নয়নের আড়াল হলে খোঁজে আমার মন
পাথর চাপা ব্যথা গুলো কাঁদায় সারাক্ষণ
দুঃখ ছাড়া এই জীবনে কি আছে চাওয়ার
কি আছে আমার,
জীবনে চির উপহার কষ্ট আমার,
যা কিছু ছিলো আমার সবিই মিথ্যে হলো
অভিশাপে জীবন আমার হলো এলোমেলো,
আমি আঁধারে এসেছি বলে সাথী
আমার আঁধার
সাথী আমার আঁধার,
জীবনে চির উপহার কষ্ট আমার,