কাছাকাছি
মোঃ তবিবুর রহমার হৃদয়


তুমি আকাশ আর আমি মাটি
তুমি কাঁদো আর আমি ভাসি !
দু'জনাতে কত দেখা দেখি
হয়না যাওয়া তবু কাছাকাছি !


তুমি আমি দু'জনা মেঘনা যমুনা
একই সাথে বয়ে চলে !
দু'জনা দুই'কুলে মাঝখানে ঢেউ খেলে
কেউ তো মেশেনা কারো জ্বলে !
তোমার মত তুমি আমার মত আমি
দু'জন দু'জনার পাশা পাশি !


তোমার আমার নয়ন যেন আষাঢ় শ্রাবণ
ঝড়ঝড় অবিরাম ঝড় !  
চৈত্র বৈশাখে নদীর বুকে জাগে
উত্তপ্ত শুকনো বালুচর !
তোমার আমার জমি ধূধূ মরুভুমি
দু'জন দু'জনার পাশাপাশি !


তারিখ-১৮/০১/২০২৩