ভালোবেসে কারাগার দেখেছি
বিচ্ছেদ অণলে জ্বলেছি,
তুমি তবু ও তো একবার পিছু ফিরোনি,
শুধু করেছো নির্মম কাহিনী,  
....হো..ও.... করেছো নির্মম কাহিনী,,


ভুলিনি আজ ও আমি সেই দিনের
সেই দৃশ্য,
দেখেছে জগত বাসি দেখেছে বিশ্ব
বিনা দোষে আমায় দেবে কারাগার
সে কথা কখনো ভাবিনি,,
..........শুধু করেছো নির্মম কাহিনী,  
হো...ও..করেছো নির্মম কাহিনী,  


আমি বুক পেতে নিয়েছি তোমার  শত অপবাদ,
তোমায় ভালোবাসি বলে আজ ও করিনি প্রতিবাদ,
বিনা দোষে আমায় দেবে কারাগার
সে কথা কখনো  ভাবিনি,
.........শুধু করেছো নির্মম কাহিনী,
হো...ও.. করেছো নির্মম কাহিনী