যে ক্ষতি করেছো তুমি অভিশাপ দেবো
না আমি করব না কোন অভিযোগ  
তুমি যদি সুখে থাকো কাঁদিয়ে আমার
দু'টি চোঁখ,


আমাকে বিরহে পুরে হারালে কোন নিরে
জানব কতোটা সুখি কখনো আসো যদি ফিরে,
জানব এতোটুকুই  নেই অভিযোগ
নেবনা কখনো কোন প্রতিশোধ,


তোমাকে আলেয়া ভেবে ভেঙ্গে গেলো আশা,
কেনো যে তোমার সাথে আমার হয়েছিলো দেখা,
জানব এতোটুকুই  নেই অভিযোগ
নেবনা কখনো কোন প্রতিশোধ,