অন্তর দিয়া ভালবাইসা তোরে পাইলাম না
এতো কাছে থাইকা ও আমি তোরে চিনলাম না
তুই যে এমন হৃদয় হীনা জানা ছিলো না


রাখলাম মনের মনি কুঠায় কত যতনে
দেখলাম আমি কত স্বপন দু'টি নয়নে
আমায় ভালবাসার মানুষ সুখী হতে দিলো না


চন্দ্র সুর্যের কসম দিয়া ভালবাসিলি
অবিশ্বাসের বজ্রঘাতে আমায় মারিলি
আমার জন্য কি তোর এতো টুকু ও মায়া ছিলো না