কাল সারা রাত আমার সাথে জোনাকিরা ছিলো জেগে,
আকাশের চন্দ্র তারা হতবাক শুধুই তারা
আমাকে দেখে দেখে,
আমার ঘুম নেই দু'টি চোখে,


বিশ্বাস ভেঙ্গেছো তুমি অবিশ্বাসের করা ঘাতে,
নিঃশ্ব করেছো তুমি মিথ্যে ভালোবেসে,  
স্মৃতিরা বুক জুরে লুকোচুরি খেলা করে
সারা রাত আমার সাথে,


ছটফট ছটফট করে মন ঘুম নেই দু'টি চোখে,
বুকে ঢেউ ভাঙ্গে তবু মেতে আছি রঙ্গে তোমাকে ভালোবেসে,
তোমার স্মৃতি হাত ছানি দেয়
অনুভূতি অনুরাগে,