আমি গার্মেন্টস কর্মচারী
পাই না অফিস গাড়ী,
তাই চলছি বাই রোডে
কখনো পায়ে হেটে
সকাল সকাল অফিস ধরি,
ট্রাফিক ছিগ্নালে রাস্তায় জ্যাম হলে
অফিস যেতে হলে দেরি,
বসের চেম্বারে মাথা নতো করে
বলতে হয় ভ্যারি সরি,
সহেনা পরাণে কারনে অকারণে
খেতে হয় শুধুই ঝারি,
সকালে অফিস ধরি
কখন যে যাবো বাড়ী
তার তো নেই কোন ঠিকানা,
স্বার্থের প্রয়োজন সবাই তো কাছে টানে
প্রযোজন ছাড়া সব অচেনা,
এই তো জীবন কর্ম জীবন
এ ভাবেই দিতে হবে পারি,