Facebook তুই নাইরে বন্ধু What's Up নাই
Viber,Imo ,Messenger তোরে খুঁজি তাই
তোরে পাব কোথায় গেলে
তুই বিহনে বুকটা জ্বলে
ভাসি শুধু নয়ন জ্বলে
আমি সর্ব দাই,
নাই নাই নাইরে বন্ধু তুই ছাড়া এই পৃথিবীতে আপন কেহো নাই,


নয়ন ভরা সপ্ন দিলা দিলা কত আশা,
পাথর বুকে ফুল ফুটাইলা দিলা ভালবাসা,
এখন কোন বৈদেশির দেখা পাইয়া আমার খবর নাই,


একদিন আমায় খুঁজতে তুমি সকাল বিকাল স্যাজে,
অভিমানে মুখ লুকায়ে কাঁদতে বুকের মাঝে,
এখন কোন ভুলেতে আমি কাঁদি আমার জানা নাই