সার্থের পিছু টানে দুঃখ দিয়ে আমায় দুরের মানুষ হয়ে গেলে,
প্রতিটি দমে দমে পোরা এই মন কাঁদে প্রেম বিরহের আঘাতে,  
কখনো ভাবিনি এমন দুঃখ দেবে আমার মন মানুষী,
বড় কষ্টে আছি, কষ্টে আছি ভালোবেসে,
....সার্থের পিছু টানে দুঃখ দিয়ে আমায় দুরের মানুষ হয়ে গেলে,


আঁধার আমার সাথে করছে মিতালি চন্দ্র হলো অচিনা
ভালোবেসে কি যে ভুল করেছি সে ভুলের নেই সিমানা,
কখনো ভাবিনি এমন দুঃখ দেবে আমার মন মানুষী,
বড় কষ্টে আছি, কষ্টে আছি ভালোবেসে,
.........সার্থের পিছু টানে দুঃখ দিয়ে আমায় দুরের মানুষ হয়ে গেলে,


হৃদয়ে প্রতিটি কনায় যতনে সাজিয়ে রেখেছি যারে
প্রতি রাতে বুকে ধরে বলতো মিনতি করে
ভুলো না প্রিয় আমারে,
আজ সেই আমারে ভুইলা গেলে কইরা আমায় দোষী,
বড় কষ্টে আছি, কষ্টে আছি ভালোবেসে,
.....সার্থের পিছু টানে দুঃখ দিয়ে আমায় দুরের মানুষ হয়ে গেলে,