দুনিয়ার ইনসান কেন হলে বেইমান
মানো না আল্লাহকে,
মানো না কোরআন, মানো না নামাজ,মানো না হাদীস,
মানো না ইসলাম কে,


হাদীসের কথা-(তুমি যখন রুহ জগতে ছিলে, তখন রবকে রব বলে এক বাক্যে স্বীকার করে নিয়ে ছিলে)


তুমি সে দিন রুহু জগতে দিয়ে ছিলে ওয়াদা
দুনিয়াতে....... খোদার হুকুম পালন করবে সদা সবর্দা-(দু'বার)
আজ ভুলে তুমি সেই যে কথা, পাপে ভরছো জীবন খাতা, ডাকে কবর তোমাকে,
মানো না আল্লাহকে,


ভোগ বিলাসের মহে পরে, খোদার দ্বীদার হতে রইলে সরেরে
ইসলামের পাঁচ নদীর মাঝে বাইলি না তোর জীবন তরিরে,
ও তোর জীবন বৃক্ষের লতায় পাতায়,রয়েছে ভুল শাখায় শাখায়, শোধরা নয় পরবি বি পাকে,
মানো না আল্লাহকে,