যারে অন্তর দিয়ে ভালবাসিলাম
জীবন যৌবন ছপে দিলাম
সে আমারে দিলো কি?,
দুঃখই শুধু দিলো আমায় নিঠুর প্রেয়সী,


এই যদি ছিলো তোমার মনে জানতাম যদি আগে,
ঘুরতাম কি আর তোমার পিছে খুজতাম কি সকাল সাজে,
তোমার জন্য এতো করলাম তুমি আমায় দিলে কি?,


মনের দামে মন দিলে না দিলে প্রহসন,
ভুল প্রেমেতে সাজিয় ছিলাম মনের বৃন্দাবন,
তোমায় আমি বিশ্বাস করে দুঃখ ছাড়া পেলাম কি?,