আমার দুঃখই আপন দুঃখই স্বজন!!
দুঃখই স্বপ্ন স্বনির্ভর।
দিবানিশি দুঃখ বুনি দুঃখের কারিগর!
আমি দিবানিশি দুঃখ বুনি দুঃখের কারিগর।!
দুঃখ তো কেউ সঙ্গে নিয়া আসে না এই ভবে!
শৈশব কৈশোর যৌবন কালে দুঃখ কেনো তবে!
রে মন দুঃখ কেনো তবে!
আবার বৃদ্ধ কালে এমন দুঃখ!!
লতা পাতা বিহীন বটো বৃক্ষ!
ধুধু মরু বালুচর!
দিবানিশি দুঃখ বুনি দুঃখের কারিগর!
আমি দিবানিশি দুঃখ বুনি দুঃখের কারিগর!!
দুঃখ নিয়ে ঘুরলাম দেশ বিদেশে চাইলনা কেউ কিনতে!
আমার দুঃখ আমার রইলো পারলনা কেউ জানতে!
হায়রে পারল না কেউ জানতে!
আমি সবার দেখি একটাই লক্ষ্য!!
কোটি পতি অর্থ বিত্ব!
আমি শুধুই যাযাবর!
দিবানিশি দুঃখ বুনি দুঃখের কারিগর।
আমি দিবানিশি দুঃখ বুনি দুঃখের কারিগর!!