আমি এক দুঃখের ফুল ফুটেছিলাম ভবের এই বাগানে,
অচেনা এক ঝরে ভেঙ্গে চুরে অকালেই গেলাম ঝরে
তোমার নিষ্ঠুরতা আর নির্মমতায় অন্ধকার নেমে এলো আমার জীবনে,
হৃদয়ের সব চাওয়া মিথ্যে আজ তোমার কারনে,
আকাশ মাটির মিলন হয়না বলে
সে অঝর ধারায় কাঁদে শ্রাবন এলে
তুমি কি আকাশ মাটি বলো প্রেয়সী
তবে কেন তেমায় পাবনা আমার জিবনে,
অনেক আশায় তো মায় আমি বেসেছিলাম ভালো
সে আশা নিরাশা করলে কেন প্রিয়া বলো
মিথ্যে প্রেমে তুমি আমার জীবন
নিঃস্ব করে দিলে কোন কারনে