ওয়া দয়াল কোথায় যাবো আজ
চারিদিকে মহা প্রান্তর শুকনো বালুর চর
চারিদিকে মরুভূমি ধুধু হাহাকার,
কোথায় আমি যবো দয়াল আমায় বলে দাও,


ভাঙ্গনে ভেঙ্গেছে আমার বসত বাড়ী ঘর,
তাই সব হারিয়ে আমি হলাম যাযাবর,
আজ দু'চোখে অঝরে ঝরে আষাঢ় মাসের ঝড়,
কোথায় আমি যাব দয়াল অমায় বলে দাও,


আমায় যদি কষ্ট দিয়ে তুমি সুখ পাও,   দাও গো দয়াল আমায় আরো নিঃস্ব করে দাও,
আমাকে পোরায়ে যদি তুমি সুখ পাও
দাও গো বিধী আমায় তবে আরো দুঃখ দাও,
আমি তোমার সুখে আমার জীবন দিবো উপহার
কোথায় আমি যাব দয়াল আমায় বলে দাও,