দেহের মরন হইলে পরে মাটির ঘরে দেয়
লাশের কবর,
আসবে স্বজন প্রতিবেশী ভিড় জমাবে
দেখতে এক নজর,
ওরে মন মরিলে কেউ পায় না খবর,পরায় না
দাফনের কাপড়,হয় নারে কবর,
বুকের ভিতর গো আমার অন্তরের ভিতর,
মরিলে হয় লাশের কবর বিধাতার নিয়মে
তোর প্রেমেতে মরে ও আমার হইলো না
কবর এই জনমে
আমি জীবন্ত লাশ বেরাই, বন্ধুরে তোর পাড়ায় পাড়ায় রাখলি না খবর,
বুকের ভিতর গো আমার অন্তরের ভিতর,
যে ব্যবহার করেছিস রে তুই আমার সনে
এমন আঘাত দিস না যেন বন্ধুরে তুই অন্য
কারো মনে
তোর কাছে আমার এই অনুরোধ,কর বনা কোন অভিযোগ বাধনা সুখের ঘর,
বুকের ভিতর গো আমার অন্তরের ভিতর