দাও ভেঙ্গে দাও বুকের পাজ্বর
তোমার ছলনায়,
তাতে ও যদি এই মন প্রেমের নাম
মুখে না লয়,
আমার মনটা বড়ই লজ্জাহীনা
শুধুই প্রেমের কথা কয়,


বারে বারে মনরে বুঝাই প্রেমে পরিস না,
এই জীবনে ভালবেসে কাউকে খুজিস না,
ওরে প্রেম পিরিতি ভালবাসা
তোর কপালের নয়,


প্রেমে জ্বালা অবহেলা প্রেমে অভিনয়,
প্রেমে কাঁদে দু'চোঁখ ভাসে মেঘনা যমুনায়,
তাই তো আমার ভালবাসতে
মনে লাগে ভয়,