চল মদিনায় যাই চল নবীর দেশে যাই
নবীর রওজা পাকে তারে সালাম জানাই
কখনো আমি পাঁখি হলে উড়ে যেতাম ডানা মেলে,
নবীর দেশের বালুকণা মাখতাম সারা গাঁয়,
যেইবা পথে চলতো নবী যেথায় থাকতো বসে ধ্যানে
যাবো বদর ওহুদ খন্দক আর আরাফার ময়দানে,
একবার মোরে নিও প্রভু সোনার মক্কা মদিনায়,
মক্কায় কা'বা তাওয়াফ করব ঘুরে ঘুরে
হাজরে আসওয়াদ চুমু দিবো মনের মত করে
এই আশাতেই বুক বেধেছি কবে যাব মদিনায়,