বুঝলি না বুঝলি নারে বন্ধু মন দিয়ে মন বুঝলি না,
আমার মনের জলসা ঘরে সন্ধা তারায় খুজলি না,
সে দিন আমায় খুঁজবিরে বন্ধু যেদিন আমি
থাকবো না,
তোর ওই অন্তরে স্বপ্ন আশা ভালাবাসা জুটবে না,
ছবি আমার বুকে বেধে পাগল হয়ে কেঁদে কেঁদে,
ফিরবে মরু কানন অচিন দেশে
বুকে নিয়ে জন্ত্রনা,
তোর ওই অন্তরে স্বপ্ন আশা ভালাবাসা জুটবে না,
অভিশাপ দেবো না তোরে ব্যথা ভরা এই অন্তরে,
তোর জীবন থেকে যাব সরে
খুঁজে কোথাও পাবেনা,
তোর ওই অন্তরে স্বপ্ন আশা ভালাবাসা জুটবে না,