বড় বাড়ী দেখে তোরা করিস না স্বজন
কোন দিন দেবে না তোর প্রেমের মুল্যয়ন
বুঝবে না তোর ব্যথা হৃদয়ের কথা,
হারাবি তুই জীবনে সুখের সন্ধান,
যেমন এক বাড়ী ভেঙ্গে দিছে আমার জীবন,
ভালবেসে পায়যে সবাই চির সুখের ভুবন
আমি পেলাম ভালবেসে শুধুই জ্বালাতন
হয়েছো কি ধন্য বুকটা করে শুন্য
ভেঙ্গে দিয়ে আমার সাজানো জীবন,
কষ্টের আগুনে পুরে পুরে হয়েছি আমি নিঃস্ব
এই কি পৃথিবীর রিতী নাকি আমার ভাগ্য
আমার এই জীবন নিঃস্ব এখন
তোমার কারনে প্রিয়জন