ও রে বন্ধু আমার কালা চাঁন
মারিয়া পিরিতির বান
কোন বা দেশে রইলো খবর নিলো না
কালা তোর প্রেমের জ্বালা
প্রাণে আর সহে না.....সহে না,
ও রে পিরিতির কি জ্বালা অঙ্গ পুইরা কালা
ধিকিধিকি জ্বলে আগুন জ্বল দিলে নিভে না
ও সে কোন রুপসী পাইয়া আমায় গেলো ভুলিয়া
এমন পিরিতির কথা কেউ যেন আর
কহে না....কহে না,
ও রে বসাইয়া সে দরবার ভাঙ্গলো সুখের সংসার
আমায় বিনা দোষে দোষী কইরা দিলো কারাগার
আমি পাইলাম সঠিক বিচার পাইলাম শুধুই
অবিচার
এমন দুর'দিন কারো চিরদিন তো রহে না
......রহে না