বেদনার লাল সাগরে আমাকে ভাসিয়ে দিয়ে,
ঘুমে আছে পাষাণ প্রিয়া পর কে নিয়ে বুকে,
চলতি বছর কেটে গেলো আবার নতুন বছর এলো,
তবু ও নিলো না খবর একটি চিঠি লিখে,


ঐ বিধাতা সুখ কপালে  লেখে নি বলে,
তুমি ও ভালোবেসে দুঃখ দিয়ে গেলে,
আমি নিঃস্ব জীবন নিয়ে কেমনে বাচব
এই না পৃথিবীতে,,
ঘুমে আছে পাষাণ প্রিয়া পরকে নিয়ে বুকে,,


পৃথিবী যখন ঘুমে বিভোর রাত্রি নিশি কালে,
প্রেম বিরহের আগুন বুকে ধিকিধিকি জ্বলে,
আমার বুক ভেসে যায় মেঘনা
যমুনার জ্বলের ঢেউয়ে,,
ঘুমে আছে পাষাণ প্রিয়া পরকে নিয়ে বুকে,